ঝিনাইদহে “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার”এই শ্লোগানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ২১তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে,জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দিবস পালিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মোস্তাক আহমেদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন, জিল্লুর রহমান তাতার, বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদ সহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মোহাম্মদ আলী। একই সময়ে জেলার অন্য পাঁচ উপজেলায় সংগঠনটির ২১তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়।