ঝিনাইদহে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধো-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের পায়রা চত্বরে এ সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা কমান্ড।
মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক আমীর হোসেন মালিতা, জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার দলিল উদ্দিন আহমেদ, জেলা সেক্টর কমান্ডার’স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন।
এছাড়াও জেলার ছয় উপজেলার কমান্ডারবৃন্দরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন জেলা কমান্ডের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান তাতার।