ঝিনাইদহে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক নাটক প্রদর্শনী করা হয়েছে। ধারাবাহিক প্রদর্শনীর প্রথম দিনে সোমবার দুপুরে কাঞ্চনপুর নাট্যদলের আয়োজনে সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় কাঞ্চনপুর নাট্যদলের সভাপতি তারেক হোসেন পল্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলির সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, বিবর্তন নাট্য গোষ্ঠীর সভাপতি রাজু আহমেদ মিজান সহ বিদ্যালয়ের শিক্ষক ও কাঞ্চনপুর নাট্যদলের সদস্যবৃন্দরা।
পরে বিদ্যালয়ের একশত শিক্ষার্থীকে ইভটিজিং ও মাদক বিষয়ক সচেতনতামূলক নাটক দেখানো হয়।