ঝিনাইদহে সদর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মাধ্যমিক পর্যায়ে পড়ুয়া ছাত্রীদের মাস ব্যাপি কারাতে প্রশিক্ষণ শুরু।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ এলাকায় কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভার:) শারমিন আক্তার সুমির সভাপতিতে প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা বেগম কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন এড: আব্দুর রশিদ,সাবেক উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুর রহমান রাসেল ও সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব ।
মাসব্যাপি কারাতে প্রশিক্ষণ পরিচালনা করবেন সোতোকান কারাতে দো ঝিনাইদহের পরিচালক কাজী আলী আহাম্মেন লিকু। পৌর এলাকার চারটি স্কুল থেকে ২০ জন ছাত্রী কারাতে প্রশিক্ষণে অংশগ্রহন করবেন।