ঝিনাইদহে “মুজিববর্ষের অঙ্গিকার, মাদক করবো পরিহার” শ্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রীতি এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় ঝিনাইদহ একাদশ বনাম আরাপপুর ইউনাইটেড একাদশ অংশ গ্রহণ করে। উপভোগ্য পাল্টাপাল্টি আক্রমণে মন ভরানো দুই দল শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেছে ২-২ গোলে। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে আরাপপুর ইউনাইটেড একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ঝিনাইদহ একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক গোলক মজুমদার।
প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করে ঝিনাইদহ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এর আগে সোমবার দুপুরে শহরে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি বের করা হয়।