ঝিনাইদহে ভুয়া প্রেস কার্ড ঢাল বানিয়ে রমরমা মাটির ব্যবসা
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে কৃষি জমি ও রাস্তা ঘাট নষ্ট করে,পুকুর খনন করে মাটির ব্যবসা করছেন আওয়ামী লীগ নেতা মাটি খেকো আমজাদ হোসেন (৪২)।
তিনি,ঝিনাইদহ সদর উপজেলার কুমড়া বাড়িয়া ইউনিয়নের নগর বাথান ঘোষপাড়া গ্রামের মৃত ভূতেন মন্ডলের ছেলে।
সরেজমিনে ঘোষ পাড়ায় গিয়ে দেখা যায়,গায়ের জোরে পুকুর খনন করে ভাটায় মাটি বিক্রি করছে এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা।
ঘটনাস্থলে যাওয়ার পর তিনি সাংবাদিকদের উপর চড়াও হন এবং নিজেকে সাংবাদিক ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য, মানবাধিকার কর্মী দাবি করেন।এর পর তিনি”দৈনিক কুষ্টিয়া” নামে ২০১৭ সালের ভুয়া প্রেস কার্ড দেখান। খোজ নিয়ে দেখা যায়,সে টাকার বিনিময়ে ভুয়া আইডি কার্ড বানিয়ে প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছেন। সে আদৌ প্রেস ক্লাবের কেউ না।
ঘোষ পাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষেরা জানান আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাটির ব্যবসা করছেন। মাটির ব্যবসা করার কারণে রাস্তা- ঘাট নষ্ট হচ্ছে, বেপরোয়া ট্রাক্টর চালানোর কারনে একদিকে দুর্ঘটনার ভয়,অন্য দিকে ধুলা বালিতে পরিবেশ নষ্ট হচ্ছে।এতে করে আমরা বিভিন্ন অসুখ- বিসুখে ভুগছি।এলাকায় সে আওয়ামী লীগের প্রভাব ঘাটিয়ে কখনও সাংবাদিক কখনও মানবাধিকার কর্মী দাবি করে অপকর্ম করছে।কিন্তুু আমরা তার ভয়ে মুখ খুলেতে পারছি না।
কুমড়াবাড়িয়া ইউনিয়নের ভুমি অফিসার জমির উদ্দিন জানান আমজাদ হোসেনের পুকুর খননের ব্যাপারে আমি কিছুই জানিনা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন,বিষয়টি আমি দেখছি।