ঝিনাইদহে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক বাস্তবায়ন কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল, নগত টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর-এ নবী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা অনুপম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। পরে পূর্ণবাসনের লক্ষে ৭জন ভিক্ষুকদের মাঝে ১টি করে খাসি ছাগল ও নগত এক হাজার করে টাকা প্রদান করা হয়।
এ কর্মসূচি বাস্তবায়ন করে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন। উল্লেখ্য. ভিক্ষুকদের পূর্ণবাসনের লক্ষে ২০১৯ সালে সদর উপজেলার ১৭টি ইউনিয়নে জরিপ চালানো হয়। জরিপে যাচাই-বাছাই করে তৈরি করা হয় ২৭জন ভিক্ষুকদের একটি তালিকা। এর মধ্যে ২০ জনকে বিভিন্ন সময় পূর্ণবাসন করা হয় এবং বাকী ৭ জনকে পূর্ণবাসনের লক্ষে এই ছাগল ও নগত টাকা প্রদান করা হলো।