ঝিনাইদহে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
কে এম সালেহ, ঝিনাইদহঃ
বাংলাদেশ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ঝিনাইদহ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলামকে সভাপতি, বাড়িবাথান আদর্শ দাখিল মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর রাজু আহম্মেদকে সধারণ সম্পাদক এবং কবিরপুর কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সোহেল আহম্মদ সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে বাংলাদেশ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এবং রাজু আহম্মেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের জেলা শিক্ষা অফিসার তসলিমা খাতুন, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হাবিবুর রহমান, ফজর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রাণী চন্দ, ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান । সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ (বাবেসিপ্রতৃশ্রেকপ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (আদনান হাবিব)। আরও উপস্থিত ছিলেন (বাবেসিপ্রতৃশ্রেকপ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নার্গিস নাহার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী (বিদ্যুত), কেন্দ্রীয় কমিটির সহ-ক্রীড়া সম্পাদক মাহাবুব হোসেন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে পদটির নাম পরিবর্তণ করে প্রশাসনিক কর্মকর্তা করা এবং বেতন কাঠামোর ১০ম গ্রেডে অন্তর্ভূক্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।