ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা এসপি মাহবুব (অবঃ) সড়কের নাম করণ ও নির্মাণ কাজ শুরু
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
ঝিনাইদহ বীর মুক্তিযোদ্ধা এসপি মাহবুব (অবঃ) সড়কের নাম করণ ও নির্মাণ কাজ শুরু হয়েছে। পৌরসভার ৭নং ওয়ার্ডের চাকলা পাড়া তারেক মোড় থেকে এসপি বাসভবন সংলগ্ন সড়কটি বীর মুক্তিযোদ্ধা এসপি মাহবুব সড়ক নাম করণ করা হবে বলে পৌরসভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি সড়কটি নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণকাজ সমাপ্ত হলে নামফলকসহ সড়কটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
সড়কটি নির্মাণের শুরুতে মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশেষ ভুমিকা রাখার কারণে ঝিনাইদহে এসপি মাহবুব (অবঃ)এর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তিনি আরও বলেন আমি আশা প্রকাশ করছি তার জীবদ্দশায় তিনি দেখে যেতে পারেন ঝিনাইদহে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তিনি আরও জানান সড়কটির কাজ সমাপ্ত হলে খুব শীঘ্রই এলাকবাসীর উপস্থিতিতে তাকে দিয়ে সড়কটির উদ্বোধন ঘোষণা করা হবে।