ঝিনাইদহ বন বিভাগের সহায়তায় বিরল প্রজাতির তক্ষক নামে এক বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামের স্বরজিত কুমারের বাড়ি থেকে এই প্রাণিটি উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে তার বাড়ির নিকট বাগান থেকে স্বর্প জাতীয় এই তক্ষক নামের বন্য প্রাণীটি আটক করা হয়। বৃহস্পতিবার রাতে বন বিভাগ এই তথ্য পেয়ে প্রাণীটি হস্তান্তর করে জঙ্গলে অবমুক্ত করার ব্যবস্থা গ্রহন করে। পরে শুক্রবার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাকির হোসেনের সহায়তায় স্বরজিত কুমারের বাড়ি থেকে প্রাণিটি উদ্ধার করে গ্রামের পাশে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। গ্রামে অনেকে এই প্রাণীকে হাসপায়া তক্ষক সাপও বলে থাকে। এক শ্রেণীর দালাল চক্র এই বন্যপ্রাণী পেলে আটকিয়ে পাঁচার করে অনেক টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
এই প্রজাতির প্রাণী পরিবেশের অনেক উপকার করে থাকে বলেও এই বন কর্মকর্তা জানান। তিনি আরও বলেন কোন বন্যপ্রাণী শিকার, আটকে রাখা, মেরে ফেলা এবং ক্রয়-বিক্রয় আইনত দন্ডনিয় অপরাধ এবং এর সাথে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।