ঝিনাইদহে বিভিন্ন মামলায় ৮ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর থানার বিভিন্ন এলাকা থেকে ৮ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর নির্দেশে সদর থানা পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় ইলিয়াস হোসেন, বাবুল হোসেন, রাজীব হোসেন, চাঁদ মিয়া, এরশাদ আলী, শহিদুল ইসলাম, জামিরুল ইসলাম ও শামীম হোসেনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।