ঝিনাইদহ সদর থানার জিডি নং-১১৩২ তারিখ-২৭.০২.২০২২ ইং মূলে জনৈক এক বিকাশ ব্যবসায়ীর নিকট থেকে প্রতারক চক্র কৌশলে ৬০,০০০/- টাকা হাতিয়ে নেয়।
ভিক্টিম উপয়ান্তর না পেয়ে উক্ত জিডির কপি নিয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,ঝিনাইদহ’এর সহযোগিতা কামনা করেন। উল্লেখিত সাধারণ ডায়রীর বিষয়ে জনাব মুনতাসিরুল ইসলাম পিপিএম,পুলিশ সুপার,ঝিনাইদহ এর নির্দেশে, জনাব মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ),ঝিনাইদহ এর বিজ্ঞ দিক নির্দেশনায় অদ্য ১৭/০৫/২০২২ ইং তারিখ উক্ত টাকা তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ কর্তৃক ভুক্তভোগীর ৬০,০০০/- টাকা উদ্ধার পূর্বক ভুক্তভোগীকে হস্তান্তর করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ’র সহায়তায় ভিকটিম তার টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ পুলিশ’র প্রতি এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,ঝিনাইদহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।