ঝিনাইদহে বাস শ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে এ সড়ক অবরোধ করা হয়। এতে ঝিনাইদহের সাথে মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ সারা দেশের সাথে যান চলাচল প্রায় দু’ঘন্টা বন্ধ থাকে। ফলে সাধারণ যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধের পর জেলাপ্রশাসন ও পুলিশ বিভাগের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহমান জানান, শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে ইজিবাইক ও বাস শ্রমিকের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ বাস মালিক সমিতির নেতা শান্তি কুমার দেবদাস ও শ্রমিক নেতা ইমরান হোসেনকে আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে শহরের আরাপপুর,টার্মিনাল,বাইপাস ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকরা অবস্থান নেয়। এসময় তারা সকল রুটে যান চলাচল বন্ধ করে দেয়। এতে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা। পরে শ্রমিকদের পুলিশ ছেড়ে দিলে ২ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, শ্রমিকদের সাথে পুলিশের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষের সমঝোতায় তাদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা সড়ক অবরোধ তুলে নেয়।