ঝিনাইদহে বহুরূপী ছলনাময়ী নারীর হাত থেকে পরিবারকে বাঁচাতে সংবাদ সম্মেলন
প্রতিনিধি, ঝিনাইদহঃ
একাধিক স্বামীর নিকট থেকে অর্থ হাতিয়ে তালাক নেওয়া বহুরূপী ছলনাময়ী নারী তানজিলা ও তার মা রুলি খাতুনের হাত থেকে রাসেলের পরিবার কে বাঁচাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে রাসেলের ভুক্তভোগী মা ফাতেমা খাতুন ও তার পরিবার এই সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে ফাতেমা খাতুন বলেন, আমার ছেলে রাসেল এম এ ক্লাসে অধ্যায়ন করে এবং স্থানীয় একজন সাংবাদিক। সে সহজ সরল প্রকৃতির একজন ছেলে আর তানজিলা এক বহুরূপী ছলনাময়ী একাধিক স্বামী পরিত্যক্ত নারী। বিভিন্ন ছলনার জালে আটকিয়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমার ছেলেকে মারধর করে জোরকরে বিয়ে করতে বাধ্য করে। আমরা মেনেও নিয়েছিলাম বৌমা হিসাবে কিন্তু এখানে এসেও থেমে থাকেনি তার অপকর্ম। মোবাইল ফোনে অন্য বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রাখে, কিছু বলতে গেলেই মামলা আর সন্ত্রাসী চক্রের ভয় দেখায়। অবশেষে সে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে রাসেলসহ আমাদের পরিবারে ৫জনের নামে মিথ্যা মামলা দায়ের করে এবং রাসেল বর্তমানে জেল হাজতে আছে। এই মিথ্যা মামলা এবং ওই ছলনাময়ী নারীর হাত থেকে বাঁচতে আপনাদের শরণাপন্ন হয়েছি। তিনি আশা করেন সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে হয়রানির হাত থেকে বাঁচবে পরিবারটি এবং সঠিক বিচার পাবে রাসেলের পরিবার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাসেলের বাবা আলী আহম্মেদ, বোন শারমিন খাতুন, খালু আবেদ আলী মিজি এবং খালাসহ স্থানীয় স্বজনরা।