ঝিনাইদহে বন্ধ থাকা পৌর মার্কেটের নির্মাণাকাজ চালু ও দোকান পাওয়ার দাবীতে মানববন্ধন
প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বন্ধ থাকা নির্মাণাধীন পৌর মার্কেটের নির্মাণ কাজ চালু ও দোকান পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের পৌর মার্কেটের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পুরাতন ঐ মার্কেটের ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, এইচএসএস সড়ক দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু, মুন্সী সুপার মার্কেটের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা দোকান মালিক সমিতির সদস্য সাইদুর রহমান টিটুসহ অন্যান্যরা।এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে পুরাতন পৌর মার্কেটে অর্ধ-শতাধিক ব্যবসায়ী ব্যবসা করে নিজেদের জীবিকা নির্বাহ করে আসছিল। পৌরসভা থেকে পুরতান মার্কেট ভেঙ্গে বহুতল মার্কেট নির্মাণের কাজ চলছিল। মার্কেটের কাজ শেষ হলে ব্যবসায়ীরা তাদের দোকান বুঝে পেত। এতে উন্নত মানের দোকান ও ব্যবসায় ভালো হতো বলে আশায় বুক বেঁধে ছিল। মার্কেট নির্মাণাধীন হওয়ায় শহরের বিভিন্ন স্থানে ঐ সকল ব্যবসায়ীরা কোন মত ব্যবসা করে আসছে। কিন্তু সম্প্রতি একটি মহলের রোষানলের শিকার ও পরিবেশ আইনবিদ সমিতি (বেলা’র) হাইকোর্টের রীটের কারণে ঐ মার্কেটের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে অর্ধ-শত ব্যবসায়ী ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। ব্যবসায়ীরা দ্রুত নির্মাণ কাজ চালু করে মার্কেট নির্মাণ শেষ করে তাদের পাওনা দোকান পাওয়ার দাবী জানান।
ঝিনাইদহে বন্ধ থাকা পৌর মার্কেটের নির্মাণাকাজ চালু ও দোকান পাওয়ার দাবীতে মানববন্ধন