ঝিনাইদহে “সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, নারীদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় ভাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশের ন্যায় ঝিনাইদহে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)রাজীবুল ইসলাম খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনীর উপর আলোকপাত করা হয়।
ভার্চুয়ালী প্রধানমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর বক্তব্যের পর ঝিনাইদহে ৪২জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৩০জন অস্বচ্ছল নারীর মাঝে মোবাইল ব্যাংকিং নগদ এর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।