ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মোঃ মিজার শা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। রোববার দুপুরে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিজার শা চুয়াডাঙ্গা জেলার ভুলটিয়া দক্ষিন পাড়ার ইসলাম শা”র ছেলে।
ঝিনাইদহ সিপিসি ২ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে আলমসাধু গাড়ীতে করে মাদক নিয়ে চুয়াডাঙ্গা থেকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে সময় তার কাছ থেকে ৪৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত মিজার শাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে।