আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।সেসময় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আজগর আলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন,সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম,কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সদর উপজেলার দুই হাজার ৪শ’ জন কৃষককের মধ্যে প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। এই সহযোগীতার মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে অধিক পরিমানে আউশ ধান ফলাতে পারবেন বলে জানান অতিথিরা।