সালাম হোসেন, ঝিনাইদহ:
ঝিনাইদহে প্রলোভন দেখিয়ে হাসিনা খাতুন (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ওমর সানী (সোহাগ) নামের এক বখাটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলার তালসা গ্রামে। অভিযুক্ত বখাটের বাড়ি সদর উপজেলার কুমড়া বাড়িয়া ইউনিয়নের নেবুতলা গ্রামে। বখাটে সোহাগ ওই গ্রামের জামির হোসেনের ছেলে। প্রবাসীর স্ত্রী হাসিনা খাতুন দুই সন্তানের জননী।
এ ব্যাপারে হাসিনার ভাই খলিল মিয়া জানান, ঝিনাইদহ সদর উপজেলার নেবুতলা গ্রামের ওমর সানী (সোহাগ) নামের এক বখাটে আমার বোনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাসা থেকে বের করে নিয়ে গেছে। বোন দুই সন্তানের জননী। যাওয়ার সময় সে ১ লক্ষ নগদ টাকা এবং ৩ ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে। তাকে অনেক খোজাখুজি করেও পাওয়া যায় নি। মা ছাড়া বাচ্চা দুইটা কিছুই মুুুুখে দিচ্ছে না। খুব বিপদে আছি।
হাসিনার স্বামী জাহাঙ্গীর আলম মুঠো ফোনে প্রবাস থেকে জানান, আমি একজন প্রবাসী। আমার স্ত্রী হাসিনা সোহাগের সাথে পালিয়েছে, সে কেন এটা করল? আমি বুঝতে পারছি না। আমি প্রবাসে আছি, বাচ্ছা দুইটা কার কাছে যাবে কি করবে? আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।
নেবুতলার সামাদ ডাঃ সাংবাদিককে জানান, সোহাগ বিবাহিত তার পূর্বের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তাই হয়ত সে এ কাজ করেছে।