• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে পৃথক দূর্ঘটনায় ২জনের মৃত্যু

কাজী মোহাম্মদ আলী পিকু / ১০৪ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
ঝিনাইদহে পৃথক দূর্ঘটনায় ২জনের মৃত্যু

ঝিনাইদহে পৃথক দূর্ঘটনায় ২জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পৃথক দূর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। সড়ক দূর্ঘটনায় ১জন এবং বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মৃত্যু বরণ করেছে। বুধবার রাত ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলখানার সামনের সড়কে ডাকবাংলা বাজারের রুপসী কসমেটিক্স মালিক টগর মন্ডল(২৮) নামে এক যুবক ঢাকাগামী পূর্বাশা পরিবহনে পিষ্ট হয়ে আহত হয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার নাদকুন্ডু গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
অপর দিকে বৃহস্পতিবার সকালে একই উপজেলার ধোপাবিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ালিদ(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ধোপাবিলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান সকালে ওয়ালিদ ঘরের ফ্যান চালু করতে যায়, এসময় সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1