ঝিনাইদহে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ পালিত হচ্ছ। বিধিনিষেধ বাস্তবায়নে শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জরুরি প্রয়োজনে কিছু সংখ্যক মানুষ বের হয়েছে। অধিকাংশই পায়ে হেঁটে কিংবা রিকশায় চলাচল করছেন। এ সময় তাদের সবাইকেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। শহরের কাঁচাবাজার ও ফার্মেসি ছাড়া জেলার সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বিকালে শহরের বিভিন্ন এলাকার লকডাউন পরিস্থিতি দেখে,২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট,যশোর ক্যান্টনমেন্ট এর ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার এসপিপি সন্তোষ প্রকাশ করে বলেন,বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারি এ ক্রান্তিলগ্নে সরকারি আদেশ নিশ্চিতকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত টহল পরিচালনা করছে। মুলত: করোনা মহামারীর এই দুর্যোগকালে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের মূল উদ্দেশ্য।