ঝিনাইদহে পানির পাইপে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ঝিনাইদহে পানির পাইপে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের হরিশংকরপুর গ্রামে খালের পানি নিষ্কাশন পাইপে পড়ে মোহাম্মদ আলী (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানায়, দুপুরে মোহাম্মদ আলী খালের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতে নিষ্কাশন পাইপের মধ্যে আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ কেটে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কিশোর মোহাম্মদ আলী স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।