ঝিনাইদহে পাগলা কানাই মোড় শ্রমিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
” আমাদের হাতে, আমাদের শ্রমে, আমাদের সমৃদ্ধি” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের পাগলা কানাই মোড়ে পাগলা কানাই মোড় শ্রমিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটার সময় শ্রমিকদের আয়োজনে পাগলা কানাই মোড়ে অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র,সাইদুল করিম মিন্টু। এ সময় প্রধান অতিথি মেয়র সাইদুল করিম মিন্টু কে ফুলেল শুভেচ্ছা জানান শ্রমিক সংঘের মোঃ হায়দার শেখ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়ো বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম,রতন হরি ও ওবায়দুর রহমান মাসুদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ ও ছাত্র লীগের সভাপতি রানা হামিদ সহ নেতা কর্মীরা।এ সময় প্রধান অতিথি আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ সেলিম মণ্ডল ও সদস্য সচিব গুলজার হোসেন গরীব সহ আট(৮) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।
পরে প্রধান অতিথি নিজেদের করণীয় ও দ্বায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদাণ করেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি দিলীপ ঘোষ ।