“পল্লী সঞ্চয় ব্যাংক উপহার, শেখ হাসিনাই রুপকার” এই শ্লোগানে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক ঝিনাইদহ সদর শাখার জন্য নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পল্লী সঞ্চয় ব্যাংক সদর শাখার আয়োজনে, সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত এ ভবন উদ্বোধন করা হয়। একই সময়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন এর সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংক সদর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশিদুল রহমান রাসেল, আরতী দত্ত ও ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডাঃ মিথিলা ইসলাম।
এছাড়াও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের দরিদ্র দূরকরণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে পল্লী সঞ্চয় ব্যাংক। আগামী দিনেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে কাজ করে চলেছে ব্যাংক সংশ্লিষ্টরা।