ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগ পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা শামসুর রহমান।
পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা শেষে বিশেষ দোয়া করা হয়।