ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গান্না ইউনিয়নের বিত্তবার ব্যক্তিরা
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন গান্না ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মালিথা ও জে এইচ ট্রাভেসের মালিক জাহিদুল ইসলাম। এসময় ওই এলাকার ৩ শতাধিক খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের মাঝে খাবার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মিসহ অন্যান্যরা। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।