ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে তিন’শ প্যাকেট চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সারাদিন করোনা প্রতিরোধে সরকারী দায়িত্ব পালন শেষে বুধবার সন্ধা ৭ থেকে রাত ১০ পর্যন্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তারা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ও মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর,মামুসিয়া,বংকিরা, হাজরা, গোবিন্দপুর ও মামুদপুর গ্রামের ঘরে বসে থাকা হতদরিদ্র নারী ও পুরুষের কাছে তিন শতাধিক প্যাকেট চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতারণ করা হয়। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান নিজ হাতে এই খাদ্য সামগ্রী তাদের হাতে পৌছে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার তারেক আল মেহেদী, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার , ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান , বাজার গোপালপুর ও বংকিরা পুলিশ কাম্পের আইসিগণ, পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ সম্পাদক কে এম সালেহসহ সাংবাদিকদের একটি দল বিতারণ কার্যক্রমে সঙ্গী ছিলেন।