ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধন
ঝিনাইদহ, প্রতিনিধিঃ
‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে ২৫নভেম্বর শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উৎযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের পায়রা চত্বরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি নারীই কারো না কারো মা, কারো বোন। তাই তাদের প্রতি কোন নির্যাতন করা যাবে না। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। পাশাপাশি যদি কেউ এ ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাহলে সেই ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিতে প্রশাসনের কাছে দাবি জানান তারা।