ঝিনাইদহে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ব্র্যাক এর সহযোগিতায় এবং ব্রেড এর আয়োজনে প্রভা সোসাইটির মিটিং রুমে এই সভা অনুষ্ঠিত হয়। নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক এর জেলা সমন্বয়ক, রোকেয়া বেগম, এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, , বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরিফা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, এম রায়হান, সভাপতি ঝিনাইদাহ প্রেসক্লাব, আমিনুর রহমান টুকু, সভাপতি , মানবাধিকার সংস্থা, দিপ্তি রহমান, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, এনামুল কবির বাবুল, নির্বাহী পরিচালক , প্রভা সোসাইটি, আরতি দত্ত, ভাইস চেয়ারম্যান, ঝিনাইদহ সদর উপজেলা। বিল্লাল হোসেন, নির্বাহী পরিচালক, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা প্রমুখ। বক্তাগন তাদের বক্তব্যে বলেন, উপজেলা পর্যায়ের কমিটির পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় করার ব্যবস্থা করতে হবে। জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচারের মাধ্যমে বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি বিভিন্ন ধরণের নির্যাতন কমে আসবে। আরও বলেন, আমরা যদি বেশি বেশি সচেতনতা মূলক আলোচনার মাধ্যমে পুরুষ ও কিশোরদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের দেশ থেকে বাল্যবিয়েসহ সকল নির্যাতন হ্রাস পাবে