আজ বৃহস্পতিবার ( ০৩/০২/২০২২) ঝিনাইদহ জেলার সদর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শপথবাক্য করান ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মনিরা বেগম।জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় নবনির্বাচিত চেয়ারম্যানদের সুষ্ঠু ও আন্তরিকতার সাথে জনগণের সেবা করার আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার উপপরিচালক স্থানীয় সরকার মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সেলিম রেজা পিএএ, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এস এম শাহীন ও জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক ।