ঝিনাইদহে নদীর ধার থেকে সরকারী ওষুধ উদ্ধার
প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীর ধার থেকে বিপুল পরিমান সরকারী ওষুধ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে খাজুরা এলাকার নবগঙ্গা নদীর ধার থেকে এ ওষুধ উদ্ধার করা হয়।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শহরের খাজুরা এলাকার নবগঙ্গা নদীর পাড়ে সরকারি ওষুধ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ উদ্ধার করে। স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে উদ্ধারকৃত ওষুধের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় তিনি।