• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন

ঝিনাইদহে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহঃ / ৭৮ Time View
আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
sdr

ঝিনাইদহে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের  দাম সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে ছাত্র সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির জেলা শাখার আয়োজনে রবিবার সকাল ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পারভেজ।

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সহ সভাপতি মেহেদী হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমান, শাহরিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ প্রমুখ। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।

সমাবেশ পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।

ঝিনাইদহ সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ কলেজ সহ জেলার ৬টি উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরাও ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন।

ছাত্র সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দিন দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য উর্ধ্বগতির দিকে যাচ্ছে, আর এ ভাবে চলতে থাকলে মানুষকে না খেয়ে থাকতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছে। তাই অবিলম্বে শেখ হাসিনা সরকারকে ব্যার্থতার দায় নিয়ে পদত্যাগের আহবান জানান। না হলে আন্দোলন করে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুশিয়ার করেন ছাত্র নেতারা।    


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1