ঝিনাইদহে দৈনিক সময়ের আলো প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা ও কেক কেটে কর্মসূচি পালন করা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ, সহ-সম্পাদক কে এম সালেহ, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি কাজী আলী আহাম্মেদ লিকু। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। বক্তারা পত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।