ঝিনাইদহে দৈনিক সময়ের আলো প্রত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে কর্মসূচী পালন করা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি কাজী আলী আহাম্মেদ লিকু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহামুদ হাসান টিপু, ইত্তেফাকের প্রতিনিধি বিমল কুমান সাহা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ সহ সম্পাদক কে এম সালেহ ্ও শাহানুর আলম। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।