ঝিনাইদহে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহে দৈনিক আমার সংবাদের ৮বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে র্যালীটি শেষ করা হয়। র্যালী শেষে আলোচনা সভা ও কেক কেটে কর্মসূচী পালন করা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি কে এম সালেহ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল মাবুদ, দৈনিক আমার সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি শাহ আলম। এছাড়া ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিক, সুধিবৃন্দ ও বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু।
আলোচনা সভায় বক্তারা বলেন দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক হাশেম রেজার অক্লান্ত পরিশ্রমে খুব অল্পদিনেই পত্রিকাটি পাঠক প্রিয়তা অর্জন করেছে এছাড়া পত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।