• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

ঝিনাইদহে দেশীয় তামাক চাষ রক্ষায় মানববন্ধন

শেখ হৃদয় আহমেদ / ৪২ Time View
আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩

ঝিনাইদহে দেশীয় তামাক চাষ রক্ষায় চাষীরা মানববন্ধন করেছে। সোমবার সকাল ১১টায় শহরের পায়রা চত্বরে স্থানীয় চাষিদের নিয়ে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। ক্ষতিগ্রস্থ ও অবহেলিত কয়েক’শ তামাক চাষিবৃন্দ ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির(ঝিনাইদহ-মেহেরপুর) আহ্বায়ক আলমগীর হোসেন রিন্টু, যুগ্ম আহ্বায়ক দুদু শাহ্, রুহুল আমিন, সদস্য রমজান আলী মিন্টু, আমিনুল ইসলাম পিলু, রবিউল ইসলাম জনি, জহুরুল ইসলাম, হোসেন আলী,শাকিরুল ইসলাম, উজ্জ্বল মিয়া ও ওমর আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় প্রতিযোগিতা আইনের দ্রুত বাস্তবায়ন করতে হবে। না হলে দেশীয় তামাক শিল্প ধংশ হয়ে যাবে। আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। ন্যায্য মূল্যে না পাওয়ায়, আজ আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না। দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার ২০১৮-১৯ অর্থ বছরে শতভাগ দেশীয় কোম্পানিগুলোর জন্য আলাদা নীতিমালা তৈরির উদ্যোগ নিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে হুমকির মুখে পড়েছে ৩০টি দেশীয় সিগারেট প্রস্তুতকারী কোম্পানি। এসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, কাজ করে দু-মুঠো ডাল-ভাত খেতে চাই। আমাদের চাষাবাদ করার সুযোগ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1