ঝিনাইদহে দুইদিন ব্যাপি সোতোকান কারাতে দো’র সেমিনার ও ২৩তম বেল্ট টেস্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় এ সেমিনারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সোতোকান কারাতে দো ঝিনাইদহ’র পরিচালক কাজী আলী আহম্মদ লিকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা তাসলিমা বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক শাহানুর আলম, সোতোকান কারাতে দো ঝিনাইদহ’র সহকারি পরিচালক মাহবুবুর রহমান বিপ্লব। দুইদিন ব্যাপি সেমিনারে বিচারক হিসেবে থাকবেন জাতীয় কারাতে প্রশিক্ষক মুহাম্মাদ জসিম উদ্দিন ব্লাক বেল্ট ৫ম ডান।
রবিবার ও সোমবার দুইদিন ব্যাপি অনুষ্ঠিত সেমিনারে কারাত’র বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।