ঝিনাইদহে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ “সনোফিল্টার” বিতরণ
প্রতিনিধি,ঝিনাইদহঃ
ঝিনাইদহে আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বলিদাপাড়া সংস্থার প্রকল্প কার্যালয় প্রাঙ্গনে “ইন্টিগ্রেটেড সাসটেইনেবল প্রজেক্ট ফর আর্সেনিক মিটিগেশন অফ ড্রিংকিং ওয়াটার ” প্রকল্পের কালীগঞ্জ উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ আবুল আওয়াল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ তৌহিদুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।