ঝিনাইদহে ডুসাজের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসাজ) এর পক্ষ থেকে অসহায়, ছিন্নমূল, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে ২ শতাধিক অসহায়, ছিন্নমুল দরিদ্র নারী, পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, যুগ্ম জেলা ও দায়রা জজ ( নরসিংদী) মোঃ সাজ্জাদ হোসেন, ঝিনাইদহ জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহ ডুসজের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ডুসাজের সদস্য এম আক্তার মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।