ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট’স এসোসিয়েশন(ডুসাজ) ঝিনাইদহ এর উদ্যোগে জনসচেতনতা মূলক সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বর, শেরে-ই বাংলা সড়ক, আরাপপুর সহ বিভিন্ন স্থানে এই মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডুসাজ এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক, দপ্তর সম্পাদক এম আক্তার মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা বৃষ্টি, সদস্য জুলফিকার আলী ও রিপনুজ্জামান।
ডুসাজ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, এখন সাধারণ মানুষকে সুরক্ষার জন্য সামাজিক দুরত্ব ও মাস্ক ছাড়া উপায় দেখছিনা। এজন্য আমরা ডুসাজের সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্দেশে ডুসাজের পক্ষ থেকে মাস্ক বিতরণ শুরু করলাম। ১হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হবে ইনশাআল্লাহ।