• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন

ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন

মোঃ শাহানুর আলম,প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ১২২ Time View
আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ঝিনাইদহ জজ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ শওকত হোসাইন এ রায় দেন।
দন্ড প্রাপ্ত আসামীরা হলেন হরিনাকুন্ডু উপজেলার আমিরুল ইসলাম,লিয়াকত আলী,আলতাফ মেম্বর ও ফারুক হোসেন বাদল। তাদের মধ্যে ফারুক পলাতক।

মামলার বিবরণে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে রামচন্দ্রপুর মহাশ্মশান এলাকায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।এ ঘটনার পর দিন নিহত শরিফুলের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর নয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বৃহস্পতিবার মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার বাকি পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1