ঝিনাইদহে জেলা প্রশাসকের নিকট বেসরকারী সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে মাস্ক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মাস্ক হস্তান্তর করা হয়। ব্র্যাকের জেলা সমন্বয়ক রোকেয়া বেগম জেলা প্রশাসক মনিরা বেগমের কাছে ৭৯ হাজার মাস্ক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, আর এম এম এফ এর প্রতিনিধি মামুন-অর রশিদ, আয়েশা আবেদ ফাউন্ডেশনের সেন্ট্রাল ম্যানেজার ফকরুল ইসলাম, এরিয়া ম্যানেজার স্নিগ্ধা সরকার প্রমূখ।
ব্র্যাক যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্র্যান্ডস ইনক’ ৫ কোটি ৬০ লাখ পরিবেশ বান্ধব মাস্ক সারা দেশে ব্র্যাক সংস্থার মাধ্যমে বিতরন শুরু করেছে। ঝিনাইদহ জেলায় ৫ লাখ ৫৬ হাজার মাস্ক বিতরন করা হবে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ব্র্যাকের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ৭৯ হাজার মাস্ক হস্তান্তরের মাধ্যমে এ কর্মসুচির উদ্ভোধন করা হয়। পর্যায়ক্রমে জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের মাধ্যমে এ মাস্ক বিতরন করা হবে বলে জানান ব্র্যাকের মুখপাত্র।