ঝিনাইদহ জেলা হোমিওপ্যাথিক এসোসিয়েশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে স্টেডিয়াম সংলগ্ন জেলা হোমিওপ্যাথিক কার্যালয়ে সকল হোমিওপ্যাথিক ডাক্তারদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা হোমিওপ্যাথিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ বসির আহমেদ, ডাঃ নাজের আলী, ডাঃ নুরুল ইসলাম, ডাঃ সেলিনা রহমান বিউটি, ডাঃ নাজমুল ইসলাম সহ অন্যান্য ডাক্তার বৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা আনোয়ার হোসেন।