• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন

ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ৫৮ Time View
আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
smart

ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ এই শ্লোগানে ঝিনাইদহে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সমকাল ও সুহৃদ সমাবেশ এর আয়োজনে জেলা প্রর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। জেলার ৮টি বিদ্যালয়ের ৮টি দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। ঝিনাইদহ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় সভাপতি ও বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন আমেনা খাতুন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম। এছাড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মাহমুদ হাসান টিপু ।

বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন সরকারী লালন শাহ কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুজ্জামান,আব্দুর রউফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মন্ডল, এবং একই কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল, কাজী আলী আহম্মেদ লিকুসহ প্রতিদ্বদ্বী বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ। প্রতিযোগীতার সময় নিয়ন্ত্রন এবং ফলাফল তৈরির দায়িত্বে ছিলেন শৈলকুপা উপজেলার সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাব্লু।

বিতর্ক প্রতিযোগীতায় চুড়ান্তপর্বে ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়কে হারিয়ে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1