ঝিনাইদহে “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রতিবন্ধী ঋণের চেক ও কম্বল বিতরণ করা হয়।
কর্মসূচির প্রথমে জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি মুজিব চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে জেলা কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেন, আমিনা খাতুন ডিগ্রি কলেজে সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল সামী, শহর সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ হাই সিদ্দিক সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ঋণের চেক ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।