ঝিনাইদহে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আহাদুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সহযোগি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন শাখার নেতা-কর্মীবৃন্দ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ, জেলা শাখার সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা।
শোক দিবসের আলোচনা সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোকপাত করেন। সেই সাথে ১৫ আগস্টের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে সংগঠনটির নেতা-কর্মীদের মাঝে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করা হয়।