ঝিনাইদহে জাতীয় শোকদিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের স্বরণ সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক বিশাল স্মরণসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ আক্কাচ আলী , মাসুদ আহমেদ শন্জু, সাংগঠনিক সম্পাদক এম.আব্দুল হাকিম আহমেদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জেড.এম রশিদুল আলম রশিদ, সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, প্রচার সম্পাদক মন্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাডঃ বিকাশ কুমার ঘোষ, শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, উপ-দপ্তর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুর রহমান সোম ও সাধারন সম্পাদক আশরাফুল আলম, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল হান্নান ও যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল ও জেলা ছাত্র লীগের সভাপতি রানা হামিদ ও সাধারন সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখএছাড়াও আলোচনা সভায় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, কৃষক লীগ শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের ঘটনা এবং ২০০৪ সালের ২১ শে আগস্টের কথা স্মরণ করে সভার প্রধান অতিথি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, বঙ্গবন্ধুকে শুধু হত্যা করেনি, হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে, হত্যা করেছিল বাংলাদেশে গণতন্ত্রকে, হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। ২০০৪ সালের ২১শে আগস্ট ষড়যন্ত্রকারিরা সেদিন গ্রেনেড হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। যে শক্তি ঐ ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, তার পরিবারকে হত্যা করেছিলেন, সেই শক্তি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। আপনাদের দোয়া ও ভালবাসায় আল্লাহ সেদিন শেখ হাসিনাকে রক্ষা করেছেন।এছাড়া অতিথিরা আরও বলেন খন্দকার মোশতাক ও খুনি জিয়াউর রহমান ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। যে শক্তি ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, সেই শক্তি’ই ২১শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন।