• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ: / ২২৮ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
dav

ঝিনাইদহে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপণী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজা, জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দীন শেখ, জ্যেষ্ঠ সহকারি পরিচালক ফরহাদুর রেজা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার সহ মৎস্য চাষী ও উপকারভোগীরা।

এসময় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, প্রতিটি পুকুর ও উন্মুক্ত জলাশয়কে মাছ চাষের উপযোগী করে তুলতে পারলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। জাতীয় অর্থনীতিতে মৎস্য সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও মৎস্য সেক্টরের প্রবৃদ্ধি উল্লেখ করার মতো। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় এবং মৎস্য উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

সমাপণী অনুষ্ঠানে জেলার ৬টি উপজলার ছয় জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, সদর উপজেলার পাগলা কানাই এলাকার মনিরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলার কবির হোসেন, কোটচাঁদপুর উপজেলার দেলোয়ার হোসেন, মহেশপুর উপজেলার আব্দুল হাকিম, শৈলকুপা উপজেলার আবুল কাশেম এবং হরিণাকুন্ডু উপজেলা থেকে নিখিল কুমার হালদার। এ ছাড়া সাইমুম আলম এবং উজ্জল সরকার কে তাদের গ্রুপ ভিত্তিক মৎস্য খামারের জন্য খাদ্য সামগ্রী দেয়া হয়।

উল্লেখ্যঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরিক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।     


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1