• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

ঝিনাইদহে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাংচুর

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ: / ৪৮ Time View
আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয়ে জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১টার পর কলেজের মধ্যে কে বা কারা মিছিল করে। এক পর্যায়ে তারা কলেজের অফিস কক্ষ ভাংচুর করে। এতে কলেজের মুল্যবান জিনিস ক্ষতগ্রস্থ হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

জানতে চাইলে, এবিষয়ে শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ্যাড. এস এম মশিয়ূর রহমান বলেন, দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। তিনি পতাকা টাঙ্গায়। আবার তিনিই নামান। কে বা কারা ভাংচুর করেছে তা আমি জানি না।

উল্লেখ্য, ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1