ঝিনাইদহে ” জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি”বইয়ের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
ঝিনাইদহ থেকে কাজী মোহাম্মদ আলী পিকুঃ
ঝিনাইদহে শুক্রবার বিকেল ৫ টার সময় রেডিও ঝিনুকে ড.তপন কুমার গাঙ্গুলী ও কাজী মোহাম্মদ আলী পিকু সম্পাদিত ” জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি ” বইয়ের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড.তপন কুমার গাঙ্গুলী, বাংলা বিভাগ, ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ,যশোর, প্রভাষক এম আব্বাস উদ্দিন আহমেদ, বাংলা বিভাগ,শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহ ও প্রভাষক কাজী মোহাম্মদ আলী পিকু, বাংলা বিভাগ,নওলামারি আলীম মাদ্রাসা,আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।এসময় আলোচকদের আলোচনায় উঠে আসে,বঙ্গবন্ধুর জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হতোনা। বাংলার মাটিতে লাল সবুজের পতাকা পতপত করে উড়তো না। সম্পাদকদ্বয় আরও বলেন, এই বইটিতে বাংলাদেশ ও ভারতের নামিদামি স্বনামধন্য ১৬ জন লেখকের ১৬ টি প্রবন্ধ, ইমদাদুল হক মিলনের লেখা ১ টি গল্প, ৮ টি কবিতাসহ কাজী মোহাম্মদ আলী পিকুর ১২ টি কবিতা। ইতিমধ্যে বইটি পাঠক সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বইটি উৎসর্গ করা হয় মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস’র নামে। বইটি পান্ডুলিপি প্রকাশনী থেকে বের করতে সার্বিক সহযোগিতা করেন মেয়র, সাইদুল করিম মিন্টু , ঝিনাইদহ পৌরসভা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান।